নিজস্ব প্রতিনিধি – ১৫ বছরের জন্য ব্যাঙ্ক-কে বাড়ি ভাড়া দিলেন প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। কিছু দিন আগেই ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন অভিষেক বচ্চন। মুম্বাইয়ের ওবেরয় বহুতলের বিলাসবহুল এই ফ্ল্যাটটি তিনি বিক্রি করেছেন ৪৫.৭৫ কোটি টাকায়। জলসার কাছাকাছি বচ্চনদের আরও দু’টি বাড়ি রয়েছে। ‘বৎস’ এবং ‘আম্মু’। সেই দু’টি তিনি এর আগে ভাড়া দিয়েছিলেন সিটি ব্যাঙ্ককে। এবার এ দুটি বাড়ি (৩.১৫০ বর্গফুট) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে ১৫ বছরের জন্য বাড়ি ভাড়া দিলেন বিগ বি। চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছরে ২৫ শতাংশ হারে ভাড়া বাড়বে। প্রতি মাসে ভাড়া পাবেন ১৮.৯ লাখ টাকা।
124 total views, 2 views today