২০২৪ এ দিল্লীর মসনদে কে?
প্রফেসর ডক্টর কুশল সেন
Vice Principal
Astrological Research Institute of Krishnamurthi paddhati
Agartala Tripura
Niti Aayog, Govt. of India.
সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্, বারানসী
Prof. Dr. Koosal Sen
e-mail : kooshoeg@gmail.com
লেখক পরিচিতি
প্রফেসর ডঃ কুশল সেন অস্ট্রলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি পদ্ধতি আগরতলা ও কলকাতার মাননীয় ভাইস প্রিন্সিপাল এবং ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম বারানসি, উত্তরপ্রদেশের সর্বভারতীয় জ্যোতিষ মন্ডলীর মাননীয় কার্যকরী সদস্য। ডঃ কুশল সেন ২৪ঘন্টা খাসখবর বাংলা অনলাইন নিউজ চ্যানেলের মাননীয় উপদেষ্টার পদে আছেন। তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ভারত সরকার, বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং নেপালের সংসদ এর মাননীয় স্পিকার দ্বারা সম্মানিত, বিগত ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী সংখ্যাতত্ত্ববিদ ও বাস্ত বিশারদ।
……………………………………………
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ১৯ শে এপ্রিল 2014 থেকে ১ লা জুন ২০২৪ ১৮ তম লোকসভা গঠনের দিকে নিজের মত দানের অধিকার প্রয়োগ করল। লোকসভার ৫৪৩ টি কেন্দ্রের জন্য প্রায় ৯৭ কোটি ভোটার ১০.৫ লক্ষ্য পোলিং বুথে ৫৫ লক্ষ ইভিএম মেশিনে তাদের মতাধিকার প্রয়োগ করলেন। প্রায় ৯৭ কোটি ভোটারের মধ্যে এক কোটি ৮২ লক্ষ ভোটার প্রথম বার তাদের ভোতাধিকার প্রয়োগ করলেন। এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ঠা জুন ২০২৪, ( মঙ্গলবার)।
এখন সব থেকে বড় প্রশ্ন হল ৪ঠা জুন,২০২৪ কার হাতে ভারতবর্ষের শাসন ক্ষমতা থাকবে? আমি কোন রাজনৈতিক দলের ব্যক্তি নই এবং কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নই, কেবলমাত্র বৈদিক জ্যোতিষ শাস্ত্র এবং ফলিত সংখ্যা তত্ত্বের ( Applied Numerology) আধারে বিগত ২৫ বছরের অভিজ্ঞতার নিরিখে কতগুলি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত আপনাদের সামনে তুলে ধরছি।
পর্যবেক্ষণ ১:
১৮ তম লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল ১৬ই মার্চ ২০২৪ সাল দুপুর 3:26 pm, New Delhi তে ।
১৮ তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিনের রাশিচক্র, নবাংশ কুন্ডলী এবং পঞ্চাঙ্গ হলো নিম্নরূপ:
লগ্ন কুন্ডলী (D1)
বার- শনিবার, বারের অধিপতি শনি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে (কুম্ভ রাশিতে) মঙ্গলের সঙ্গে সহাবস্থানে স্থিত যা, শুভ কারক নয়।
তিথি– শুক্ল পক্ষের সপ্তমী তিথি
নক্ষত্র- রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণ, এটি ঊর্ধ্বমুখী নক্ষত্র ( Upwards Looking) , যা শাসক বিজেপির পক্ষে শুভ। চন্দ্র এখানে পজিটিভ রেজাল্ট দেবে।
সূর্য সিদ্ধান্ত যোগ-প্রীতি যোগ যা মুহূর্ত শাস্ত্রের ক্ষেত্রে শুভ ফলদায়ক।
করণ- বনিজ করণ, অধিপতি শুক্র, এই শুক্র (১১শ পতি) আবার লগ্ন সাপেক্ষে ৮ ম ভাবে অবস্থিত কুম্ভ রাশিতে , মঙ্গলের (১০ ম পতি) সাথে যুতি অবস্থানে, যা কেবলমাত্র বহু বাধা-বিপত্তির পরে শুভ কার্যসিদ্ধি যোগ তৈরি করে যেহেতু অষ্টম ভাবে অবস্থিত বলে।
পর্যবেক্ষণ ২:
নবাংশ কুন্ডলী (D9)
লগ্ন অধিপতি চন্দ্র ১১শ ভাবে নিজের নক্ষত্রে (রোহিণীন নক্ষত্র) তুঙ্গী এবং নবাংশ কুন্ডলীতে (D9) স্বক্ষেত্রে অবস্থিত, ফলত: লগ্ন খুব বলবান।
নির্বাচনের ক্ষেত্রে, লগ্ন সর্বদাই শাসক দলকে এবং ৭ম ভাব বিরোধী দলকে সূচিত করে। এক্ষেত্রে, লগ্ন অধিপতি চন্দ্র ৭ম অধিপতি শনি (যদিও স্বক্ষেত্রী ) অপেক্ষা নিঃসন্দেহে বলবান। এছাড়াও শনি অষ্টম ভাবে মঙ্গলযুক্ত হওয়ায় combust ।
পর্যবেক্ষণ ৩:
বৃহস্পতি লগ্ন সাপেক্ষে কেন্দ্রে সর্বাপেক্ষা শুভাবস্থানে শাসক দল বিজেপির জন্য (৯ম পতি ১০ম ভাবে)। সর্বাঅষ্টকবর্গে লগ্নের বিন্দু ৩৪ এবং ৭ম (বিরোধী) ভাবের বিন্দু ৩০। এই কারণে বিরোধী পক্ষ খুবই দুর্বল। এছাড়াও রবি এবং বুধ লগ্ন সাপেক্ষে লগ্ন- কুন্ডলীতে (D1) ভাগ্যস্থানে (৯ম ভাবে) অবস্থিত হওয়ায় শাসক বিজেপির ক্ষেত্রে নির্বাচনে শুভ ফলদায়ী হবে।
পর্যবেক্ষণ ৪
৬ষ্ঠ সর্বদা শত্রুকে পরাজিত করে বিজয়কে নির্দেশ করে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ও ঘোষণার দিন অর্থাৎ ১৬ই মার্চ ২০২৪, দুপুর ৩:২৬ মিনিটে গোচরে মেষ রাশি থেকে বৃহস্পতির ৯ম দৃষ্টি ৬ষ্ঠ ভাবে পতিত হয়েছিল। বৃহস্পতি শুক্রের নক্ষত্রে (ভরণী নক্ষত্র) অবস্থান করছিল, যেই শুক্রবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কালীন লগ্নের (কর্কট লগ্ন) ৪র্থ ও ১১শ প্রতি। ১০ম ভাব সর্বদাই ক্ষমতাকে নির্দেশ দেয় এবং নির্বাচিত সরকারের ক্ষেত্রে সর্বোচ্চতম স্থানের কারকতা (অর্থাৎ প্রধানমন্ত্রী)। যখন ১০ম ভাব ষষ্ঠ ভাগের সঙ্গে যুক্ত হয়েছে, তখন একথা নিশ্চিত ভাবে বলা যায় যে, বর্তমান সরকারই আবার ক্ষমতায় ফিরে আসবে। আবার , ১১শ ভাব যেকোনো কর্মের ইচ্ছা পূর্তিকে নির্দেশ করে।
পর্যবেক্ষণ ৫:
১৬ই মার্চ,২০২৪ সালের 3:26 pm এর লগ্ন কুন্ডলীতে (D1) নবগ্রহের মধ্যে ছয়টি গ্রহ শুভাবস্থানে রয়েছে এবং কেতু, মঙ্গল এবং শনি এই তিনটি গ্রহ অশুভ অবস্থানে । যদি 6/9 অর্থাৎ 6 কে যদি 9 দিয়ে ভাগ করা হয় ৬÷৯, তাহলে আমরা পাব 0.666, (এটি একটি ধ্রুবক)। ভারতের লোকসভার ৫৪৩ টি কেন্দ্রকে যদি এই ধ্রুবক দিয়ে গুন করা হয় তাহলে, ৫৪৩ × ০.৬৬৬= ৩৬২ ( Round Figure). এখন আমার নিজস্ব পর্যবেক্ষণ হলো, এনডিএ (NDA) সমর্থিত বিজেপির- সর্বসম্মতভাবে ৩৬২ প্লাস(+) / মাইনাস(-) ১০ , অর্থাৎ ৩৫২ থেকে ৩৭২টি আসন পাবে।
পর্যবেক্ষণ ৬:
ফলিত সংখ্যাতত্ত্বের (Applied Numerology) বিচারে,
17 তম লোকসভা শেষ হলো, 1+7=8 (Saturn)
RAJIV KUMAR
21116 + 26412
11 + 15
= 26=2+6=8 (saturn)
(Chief election commissioner).
2024=2+0+2+4=8
( Saturn)
Saturday = 8 (Saturn) (16/03/2024) Election was declared.
8 as a number always denotes Ruling party that is BJP. 8 is a number governed by Saturn, at present in transit it is in its own house ( mooltrikone) Aquarius gives impetus to ruling party to stay in power.