উদাস বসন্ত

 

কলমে ✍️: – কৃষ্ণা দাস

শিলিগুড়ি

বসন্তের উদাস দুপুরে দূরে কোনও অদৃশ্য গাছের শাখে।

কোকিলের কন্ঠে ভেসে আসে

বিরহের সুর,বেজে ওঠে ওই

দুরান্তের কোনও পাতাঝরা

শুকনো ডালে। শূন্য হৃদয়ে

বেজে ওঠে,অজানা উদাসী

বাঁশির সূর! বসন্তের শুকনো

হাওয়া,বয়ে যায় হৃদয়ের

গভীরে। কোন অচেনা সূরের

মায়ায়,ছুটে যায় মায়াবী মন।

কোন পথিকের সন্ধানে?

কোকিলের উদাস কন্ঠে

মিল মিশে যায়,শূণ্যতার অগাধ গভীরে! শূন্যতার

স্পন্দন হৃদয়ে শব্দ বাজে।

দুরান্তের কোনও এক অজানা

দিগন্তের পারে পারে। ইচ্ছে ডানা মেলতে চায়,সুদূর ওই

নিহারিকার মায়াবী সন্ধানে।

কে তুমি পথিক? নিয়ে চলো

আমায় কোকিলের উদাস কন্ঠে।।।।

………………………………………………………………………………………………………………

 

Loading