পথের-দিশা

 

কলমে ✍️: –   নবলতা শীল

নিউ ব্যারাকপুর, কলকাতা

ভালোবাসো বলেছিলে তুমি সেদিন,

আমার হাত খানি ধরে।

ভুলিতে পারিনি সে কথা

সেই কথা যবে মনে আসে!

মনের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে।

ঝরা পাতার মতো অনাদরে পড়ে আছি,

চোখ দুটো জলে ভরে যায়।

চেয়ে থাকি আনমনে গগন পানে

ভুলতে পারিনা নিশিদিন মনে পড়ে।

পথ চেয়ে চেয়ে দিন চলে যায়

মহুল পলাশ বনের মাঝে,

ওই পিয়া পিয়া করে ডাকে পাপিয়া

বনভূমি আজ সেজেছে রঙিন সাঁজে,

কেন ফিরে ফিরে আসে তারই স্মৃতি

কেন কাঁদায় আমায় দিবানিশি।

মনে হয় ডাকছো আমায় নাম ধরে,

জানি মিটিবে না আমার মনের স্বাদ‌

রাত ভোর হয়ে যায়, বৃথা জাগরণে,

মনের মধ্যে শুধু করে হাহাকার।

আমি বয়ে বেড়ালাম বিফল জীবনটা,

পূর্ণিমার চাঁদ ফিরে ফিরে আসে,

বদলায় না আমার জীবনের পথ – রেখা

………………………………………………………………………………………………………………

 

Loading