তুমিহীন
কলমে – কবি সাহিত্যিক কাজল দত্ত
বসিরহাট খোলাপোতা, উত্তর 24 পরগনা
সেদিনের বসন্ত বাগে তুমিই ছিলে সবার আগে,
কৃষ্ণচূড়া মূর্ছা যেত সেদিন বেহাগ রাগে।
কিংশুক লুকাতো মুখ তোমারি পশ্চাতে।
শিমুল পলাশ করতো তালাশ তোমার শ্রী আনন,
লজ্জা পেত জ্ঞান হারাতো বসন্তের বাহারি কানন।
বিষন্ন দুতি চাই ইতি উতি পত্রহীন ডালে,
ঝরা পাতার মর্মর ধ্বনি ফিসফিসিয়ে বলে,
বাহারি বসন্ত বিবর্ণ আজ শুধু তুমি নেই ব’লে।