টয়-ট্রেন
কলমে:শ্রীমতি পান্না দাস
ঠিকানা: শ্রী রাম ভারত ইনক্লেভ,ফ্লাট নাম্বার F3গুরুং নগর, শিলিগুড়ি,পোস্ট অফিস-প্রধান নগর জেলা-দার্জিলিং
প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো!
ইউনেসকো এবং হিমালয়ান!
বিশ্বের সবচেয়ে সুন্দর হেরিটেজ ট্রেন!
দার্জিলিঙের টয়-ট্রেন।
সরকারের অধিনস্ত হওয়ায়!
ট্রেনে শ্যুটিঙের অনুমতি কষ্টকর পাওয়া!
প্রযুক্তির দৌলতে ওয়েবসাইটে বুকিং দেওয়া!
দার্জিলিঙের টয়-ট্রেনকে নেওয়া ।
পর্যটকদের বিশেষ আকর্ষণ!
পাহাড়ের উপরে রোম্যান্টিক!
হিমালয়ের কোলে কুয়াশায় ছুটে!
দার্জিলিঙের এই ছোট্ট টয়-ট্রেন।
পর্যটকদের মন কাড়া নতুন উদ্যোগে।
রাতের অন্ধকারে হিমেল ছোঁয়াতে!
শৈলশহরের দৃশ্য অন্বেষণ করতে!
দার্জিলিঙের টয়-ট্রেনেতে।
রাতের অন্ধকারে পাহাড়ের আলোগুলো!
সকলের ভাবনা জোনাকি পোকাগুলো!
নীরবতা,মোহময়ী রাতের নৈস্বর্গিক দৃশ্যগুলো!
দার্জিলিঙের টয়-ট্রেনে উপভোগ্য মানুষগুলো।
ট্রেনের জ্বালানো আলো কুয়াশা ভেদ করে!
কনকনে ঠান্ডায় আলো-আন্ধারি যাত্রা শুরু করে!
পাহাড়ে কু ঝিঁক ঝিঁক আওয়াজ নিস্তব্ধ করে!
দার্জিলিঙের ‘টয় ট্রেনে নাইট জার্নি ইন’ করে।
নাচ, গান, খাদ্য সবাই জমজমাট ঘুম উৎসবে!
উৎসবে অঙ্গ রাতের টয়-ট্রেন পরিষেবা!
পরিষেবায় খুশি জোয়ারে পর্যটকেরা!
পর্যটকের ভিড় দার্জিলিঙের টয়-ট্রেনে চাপা।।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-