নিজস্ব প্রতিনিধি – বাইশ গজে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs  Pakistan)। আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি বনাম বাবর আজমের ধুন্ধুমার লড়াই। মঙ্গলবার ইন্দো-পাক ম্যাচের দিন টুইট করে জানিয়ে দিল সংবাদ সংস্থা এএনআই। গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপ (T20 World Cup 2021), ফাইনাল ১৪ নভেম্বর। গত জুলাই মাসে কুড়ি ওভারের শো-পিস ইভেন্টের গ্রুপ বিন্যাস করে ফেলেছিল আইসিসি ( ICC)। বাইশ গজের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। ২০১৯ বিশ্বকাপের পর ফের একবার ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আন্তর্জাতিক আঙিনায়। ড্র ঘোষণার পরেই ভারত-প্যাক ম্যাচের উত্তাপ ছড়াতে শুরু করে দিয়েছে। সকলেই জানতে আগ্রহী ছিলেন যে, কবে দেখা হচ্ছে এই দুই দলের! অবশেষে জানা গেল দিন। মোট চারটি ভেন্যুতে খেলা হবে টি-২০ বিশ্বকাপ। বেছে নেওয়া হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজা স্টেডিয়াম ও ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড।

Loading