সুদূরের প্রিয়াসী

 

ড. সহদেব দোলুই

 

স্বপ্নে যাকে দেখেছিলাম সে আমার নয়।

বাস্তবে যাকে ভালোবেসে ছিলাম সেও আমার নয়।।

স্বপ্ন আর বাস্তব যদি হয় একাকার।

হিসেব করি বসে, স্বপ্ন ও বাস্তবের নিরাকার।।

চলেই যদি যাবে প্রিয়াসী, তব ভালো কেন বেসেছিলে।

ভালোবাসার ভিক্ষারিটিকে কেন ফেলে রেখে গেলে।।

হাজার হাজার জনগনের মধ্যে তবুও তোমায় খুঁজে পেতে চাই।

হাজার ব্যার্থতার মাঝেও দুঃখ ভুলে, আনন্দে দিন কাটাই।।

আমি অল্প নিয়ে থাকতে পারতাম, যদি পেতাম একটু ভালোবাসা।

আমি অল্প সুখেও থাকতো পারতাম, যদি পেতাম একটু ভালোবাসা।।

এখন অন্ধকার রাত, তার চেয়েও অন্ধকার ভবিষ্যতের স্বপ্ন।

পরিচিত পৃথিবীটা যেন একটু একটু করে বদলে যাচ্ছে।।

স্বপ্নে যে ইচ্ছেটিকে আমি- আমি লালন পালন করেছিলাম।

সেটা হয়তো হিসেবের গড়মিল হয়ে যেতে বসেছে।।

এই স্বচ্ছল ঘর্মাক্ত মাংস পিন্ডকে, মনে হয় হয় তুমি?

এখন গভীর রাত, কোন এক সুদূরের প্রিয়াসী, সে তুমি, সে তুমি!

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading