সময়ের ডানা

✍ – কলমে- কৃষ্ণা দাস

শিলিগুড়ি

সময় এক অদ্ভুত সময় চলে

যায় সময়ের সাথে,কাউকে

কিছু না জানিয়ে। বয়ে যায়

আপন মনে,ভেসে যায় কত

পুরোনো স্মৃতি। আঁকরে মনে

অবিরত থাকে,স্মৃতি পটে

লেখা হয়,জীবনের কত

প্রতি দিনের দিনলিপি। স্মৃতির

পাতার ভাঁজে ভাঁজে পরে রয়

জীবনের মুছে যাওয়া কালি।

মুছে যাওয়া দিনগুলো আসে

নাতো ফিরে,যতই ভালোবাসি

স্মৃতির ভাঙা ঘরকে। ভাজগুলো তে উইপোকা বাসা

বাঁধে রাশি,রাশি,জীবনের ছন্দ

মিশে যায় পদচিহ্ন রেখে,ক্ষত

বিক্ষত করে দিয়ে চলে যায়

যে সময়,কেন মিছে ধরা তাকে? জীবনের ছন্দ নদীর

মতো,বয়ে যায় অবিরত,সময়ের

স্রোতে সময় শুধু অদৃশ্য অনুভব,জীবনের নাট্যশালায়

অভিনয় অবিরত। সময়ের

আহ্বানে সময় যে যায় চলে।।।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading