সবুজ প্রকৃতি

কলমে:শ্রীমতি পান্না দাস

শ্রী রাম ভারত ইনক্লেভ,ফ্লাট নাম্বার F3গুরুং নগর,

শিলিগুড়ি,পোস্ট অফিস-প্রধান নগর জেলা-দার্জিলিং

সবুজ মানে প্রকৃতির সৌন্দর্য

সবুজ মানে প্রাণের স্পন্দ

সবুজ মানে বেঁচে থাকার মূলমন্ত্র

সবুজ মানে ফলে ফুলে ভরা

সবুজ মানে মনের শান্তি

সবুজ বাঁচাতে শেখায় সবুজ মন।

সবুজের চাদরে ঢাকা আমাদের এ দেশ। এ দেশের প্রাকৃতিক শোভা আমাদের মুগ্ধ করে। এ দেশে প্রকৃতির রূপ বড় বিচিত্র। এ দেশের দী,মাঠ,অরণ্য,আকাশ,পাহাড় দেখে আমরা পুলকিত হই। আমাদের মাতৃভূমি তার অপরূপ ঐশ্বর্য ও সম্পদে অনন্য। আমাদের গ্রামের মাঠ-ঘাট,বন ও প্রান্তর সবকিছুর সঙ্গেই আমাদের আত্মার সম্পর্ক। তাই এই প্রকৃতির আমাদের কাছে অন্য সব স্থানের চেয়ে অনেক বেশি আপন। আমাদের চারিদিকে সবুজের সমারোহ। যেদিকে তাকাই,সেদিকেই ঘন সবুজ। আম,জাম,কাঁঠাল,তাল,নারিকেল,বট,শাল,সেগুন আরো কত গাছ! এসব গাছগাছালি মিলে চারপাশে একটা বনের মতো সৃষ্টি হয়েছে।

পৃথিবীতে এমন দেশ আছে যেখানে প্রকৃতি সব বৈশিষ্ট্য পাওয়া দুর্লভ এবং অসম্ভব। প্রকৃতির বড় একটি উপাদান হলো, সবুজ গাছপালা। এমনও দেখা গেছে,পৃথিবীর অনেক স্থানে গাছপালার সন্ধান মেলে না। আবার কোথাও গাছপালা থাকলে নদী-নালা মেলে না। যেখানে মানুষ বৃক্ষরাজির সজীবতায় মুগ্ধ হলেও নদীর ঢেউ দেখতে পায় না,নদীর কল্লোল ধ্বনিতে বিমোহিত হতে পারে না। এর বিপরীতও পরিলক্ষিত হয়। কোথাও সারি সারি পাহাড় পর্বত প্রকৃতির শোভা বৃদ্ধি করলেও আরো অনেক কিছু থাকে না। কিন্তু আমাদের বাংলার যে প্রকৃতি আমরা প্রতিনিয়ত উপভোগ করি,তার মাঝে কি না আছে? প্রকৃতির শোভাবর্ধক প্রতিটি উপাদানই আছে এর মাঝে;যা বিশ্ববাসীর কাছে এদেশের প্রকৃতিকে করে তোলে অদ্বিতীয় অনন্য। আমাদের বাংলার সবুজ শ্যামল প্রকৃতি ঈশ্বরের দেয়া দান। বাংলার চিরাচরিত নিয়ম অনুযায়ীই ষড়ঋতুর দেশ। পালা করে প্রকৃতির একে একে তার ছয়টি রূপ আমাদের সামনে আনে। আমরাও অপেক্ষায় থাকি দুই মাস অন্তর অন্তর ঋতুর পালাবদলের। আমাদের জীবনযাত্রায় এসব ঋতু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আমাদের ফসল উৎপাদন এবং ঋতু নির্ভর ফল ঋতু বদলের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রকৃতির বৈচিত্র সঙ্গে আমাদের মনেও বৈচিত্র আসে। বর্ষার দিনে যখন এ বনে বৃষ্টি আসে, তখন মনে হয় প্রকৃতি যেন তার দুহাত বাড়িয়ে আমাদের ডাকছে। শীতের দিনে যখন গাছগুলোর পাতা ঝরে পড়ে, তখন প্রকৃতিকে অসহায় মনে হয়। বসন্তে নতুন পাতা এলে গাছগুলো নতুন সাজে সেজে ওঠে। শুধু বড় গাছগুলোই নয়, ছোট গাছগুলোও অপরূপ শোভা সৃষ্টি করে চারপাশে। আমাদের চারপাশের প্রকৃতি চোখ জুড়ানো ও মন ভুলানো। তাই যে একবার এই প্রকৃতির মাঝে আসে, সে আর এখান থেকে যেতে চায় না। খুঁজতে চায় না অন্য কোন রূপ। তাইতো কবি বলেছেন,’বাংলার মুখ  দেখিয়াছি,তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’।

শেষে একটা কথা বলতে চাই! “গাছ লাগাও প্রাণ বাঁচাও”।।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading