শিশু মন

কলমে  : – শ্রী সুবোধ চন্দ্র সরকার, এম.কম., এল.এল.বি. (আইনজীবি)

বেহালা,কলকাতা

জোছনা রাতে দেখে চাঁদ উঠেছে গগনে,

যমজ দুটি ভাইবোন খুশি খুব মনে মনে৷

দিদি বলে ভাই রবনা আর ঘরে থাকি,

চাঁদের কাছে যাব উড়ে হয়ে দুটি পাখি৷

ঘুরব মোরা গগন জুড়ে মেলে দিয়ে ডানা,

শুনব না কোন কথা যদি করে কেহ মানা৷

চাঁদ মামাার ঘরে দেখব জ্বলে কিসের আলো,

জোছনা রাতে তাইতো দেখতে লাগে এত ভালো৷

চাঁদের বুড়ি থাকছে সেতা হাত পা মেলে,

খেলবো মোরাও তার সাথে অতি অবহেলে৷

ঘুরবো যেথা পাখীর মতো মেলে দুটি পাখা,

বদ্ধ করে বন্দি করে মোদের যাবে না আর রাখা৷

সাড়া আকাশ জুড়ে উড়ব চারিধারে,

মা বাবা আর সবাই বলবে ওরা নয় ছোট্ট আর৷

ভাবছে বসে ভাইবোন এমন কি আর হবে,

আশা তাদের পুরণ হলে ভারি মজা হবে৷

………………………………………………………………………………………………………………

 

Loading