শ্রম হোক মানবতায়

কলমে  – ডাঃ শ্যামল বেরা

 

সেদিন ছিল শ্রমের অধিকার

ন্যায্য প্রাপ্য মিটিয়ে দেওয়ার অঙ্গীকার,

শ্রমকে যখন করেছি হাতিয়ার,

কলকারখানার কাজ গুলোকে  স্তব্ধ করে উঠেয়েছি তলোয়ার,

আজ যে শ্রম আছে,

নেই শুধু অফুরান কাজ

বড্ড যে লাগে আজ লাজ,

মালিকের বিরুদ্ধে ফাটিয়েছি গলা

আর এখন যে কাজের বেলায় কাঁচকলা,

কখনো কি ভেবেছিলে,

এমন হবে কাজের ছলে

শুধু দিকে দিকে বেকারের হাহাকার

আর যে নেই সেই স্তব্ধ করা জঙ্গিআন্দোলনের অঙ্গীকার,

যাই করো ভেবে করো শেষ

পরে না হয় আপসোস

সহমর্মিতা আর আলাপআলোচনায়

হয় যে মাধ্যম

তখনই যে সবাই (কি মালিক কি শ্রমিক ) থাকে উত্তম…

শুভেচ্ছা ও আন্তরিকতায় শ্রমিক দিবস…

Loading