ছোট গল্প – সরি

ছোট গল্প – সরি

……………………..

পরিচয়টা সেই কোন ছেলেবেলায়। মাঠে খেলা করেনি একসাথে।এক পাঠশালে পড়াও করেনি।বিদ‍্যালয়,মহাবিদ‍্যালয় সব ছিল আলাদা। কথাও বলেনি নিয়মিত।চিঠি আদান প্রদান তাও হয়নি।যে যার পরিবারে তাদের মত করে বড়ো হওয়া। তবু একে অপরের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা ও সম্মান।এক অজানা আকর্ষণ  ও ছিল।সময়ের সাথে এগিয়ে চলেছে বয়স বেড়েছে দায়িত্ব।একটা কথা তো বলা হয়নি এরা একজন কিশোর অপরজন কিশোরী।তারা আজ প্রৌঢ়ত্ব পেরিয়ে বার্দ্ধ‍ক‍্যের দ্বারে।মনে হয় যেন কিছু কথা দেওয়া ছিল তা রাখা হয়নি।সময়ের সাথে সংসারের চাপে কে কোথায় হারিয়ে গেছে।আবার সেই সময়-ই  আবার একজায়গায় করেছে তাদের।চুলে পাক ধরেছে উভয়ের।দুজনেই যে যার জায়গায় প্রতিষ্ঠিত।পথ চলা হয়নি একসাথে।কে কতটা সুখী বা দুখী তা নিয়ে নেই কোন পর্যালোচনা তবে এক আকাশ অভিমানের মেঘ জমে আছে উভয়ের  অন্তরে।তবে তারা কারা? এই অভিমানের মেঘ জমার কারণ।পরিবেশ,পরিস্হিতি আর শান্তি বজায় রাখার এক সুস্হ পথ খুঁজে পাওয়া। কে কী পেল আর কে সব হারাল তার হিসেব নিকেশ করতে বসে বেজায় রাগারাগী।এ কেমন সম্পর্ক যেখানে নেই চাওয়া -পাওয়া সেখানে আবার বিবাদ কিসের?ভাবোনা একজন সব পেয়েছে অন‍্যজন সব হারিয়েছে।কিংবা হিসাবের খাতা দুজনেরই ভুলে ভরা কেবল কাটাকুটি।

সব পেয়েছির আসরে একজন চাঁদের হাট বসিয়েছে আর অন‍্যজন ভস্মে ঘী ঢেলেছে।তবু তো একটা জীবন কাটছে ভালো আর মন্দে।

একদিন অনেক কথা হলো নাম না জানা দুই বুড়োবুড়ির।কত কথা,ইস সেই সময়ে যদি মোবাইল টা থাকত তবে ব‍্যবধান হতো না।প্রতীক্ষাও থাকত না।সব কিছুর সব সময়  আপডেট পাওয়া যেত।

বোকার মত কথা কত।তবে আজ আপডেট থেকেও কেন ব‍্যবধান?

দূর বোকা এদের ধৈর্য্য  নেই,ওরা এত সুন্দর করে সম্পর্ক ধরে রাখতে পারে না।ওদের চাই-ই মানেই চাই।ভালো লাগছে না মানেই সব সম্পর্কের শেষ।কী হবে?কে দুঃখ পাবে?কে কষ্ট পাবে?ওদের জীবনের  নাম কী হবে?

সে চিন্তা ওরা করে না।

আজ আমরা একটা অন্তরের সম্পর্কে  এসে কোনো প্রমাণ ছাড়াই কত কথা বলছি।আমরা এতটাই বোকা।কথা বলতে গিয়ে রাগ দেখাচ্ছি,হাসছি,আবার দোষারোপ করছি।একটা সম্পর্কে র নাম দিচ্ছি বন্ধুত্ব।ওদের বন্ধুদের কত নাম BF,GF Best friend।আমরা কী এসব নাম জানতাম।বেকার গেল দিনগুলো।ভুলে ভরা ছিল দিনগুলো।কিন্তু সম্পর্কে  ছিল মিষ্টতা যা আজো ষাটোর্ধ কিশোর কিশোরী বহন করে চলেছে।

 

Loading