ছোট গল্প – প্রতিষ্ঠিত সন্তান
কলমে ✍️: কল্যাণ কুমার সাউ
গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড,পিন:৮৩২৩০২
সঞ্জয় বাবু বেশ শিক্ষিত মানুষ, গ্রামে তার মত বিদ্বান একটাও নেই।
জিৎ একমাত্র সন্তান সঞ্জয়বাবু ও মাধবী দেবীর। ছোটবেলা থেকেই মেধাবী খুব।
নিজে কোনোদিন টিভি, সিনেমা, বাজার বেড়াতে যাননি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকেননি, যাতে জিৎ এর পড়ার কোনো ব্যাঘাত না হয়।
প্রতিদিন রাত্রে সকলের গ্রামের মাথায় দিবাকরের চায়ের দোকানে বসে সারাটা দিনের আলোচনায় সময় কাটায়।
আর সঞ্জয়বাবু বন্ধু বান্ধব ত্যাগ করে ছেলেকে নিয়ে পড়তে বসেন।
ছেলেকে উচ্চ শিক্ষিত করে, নিজের পায়ে দাঁড় করিয়ে তবেই অবসর নিবেন।
মেধাবী জিৎ প্রথম পরীক্ষায় IIT পাস করলো, ভর্তি হয় দেশের সেরা কলেজে।
নিজে ভালো না খাওয়া পরা করলেও, ছেলের সব চাহিদা পূরণ করে জিৎ আজ প্রতিষ্ঠিত করতে পেরেছেন।
আজ ছেলে প্রতিষ্ঠিত কোম্পানির ম্যানেজার,তার বাবা মা তার কাছে অশিক্ষিত,সেকেলের।
সঞ্জয়বাবুর শরীর খারাপে যখন মাধবী দেবী ফোনে জানান জিৎকে তাড়াতাড়ি আসতে, সোজা উত্তর পান কোনো নার্সিং হোম না নিয়ে যেতে পারো,গ্রামের শঙ্কর ডাক্তার কে দেখিয়ে নাও।
বারবার ফোনে বিরক্ত করো না।
অসুস্থ সঞ্জয় বাবুর চোখে অশ্রুর ধারা বয়ে গেলো, মাধবী দেবীকে হাত ধরে কথা নিলেন,তার মৃত্যুতেও যেন জিৎকে খবর না দেওয়া হয়।
হৃদয়ে পাথর রেখে চিরকালের জন্য ছেলের নম্বর মুছে ফেললেন,মোবাইল ও হৃদয় থেকে।
জিৎ জানতেও পারলো না, সঞ্জয়বাবু আর নেই এই জগতে, যে পিতা তাকে আজ জগৎ দেখালো, সেই পিতার শেষ কর্মে পর্যন্ত আসতে পারলো না শিক্ষিত প্রতিষ্ঠিত সন্তান।
যে বন্ধু, প্রতিবেশীদের সারাটা জীবন অবহেলা করে এসেছেন, তারাই আজ সন্তানের দায়িত্ব পালন করলো।।