কবিতা – ফোন ফ্রেন্ড
কলমে – শর্মিষ্ঠা ভট্টাচার্য্য
কবি পরিচিতি ঃ জন্মস্থান: বহরমপুর, মুর্শিদাবাদ। শিক্ষা: স্নাতক, পেশা : কবি, বাচিক শিল্পী, আবৃত্তিকার ও অঙ্কন শিক্ষিকা, কাব্যচর্চা, কবিতা, অনুগল্প ও নাট্য শিল্পী,ও নৃত্যনাট্য শিল্পী । ইস্কুল জীবনে নৃত্যনাট্যে শিল্পী হিসেবেও নাম ছিল, থিয়েটারেও বেশ কয়েকবার অংশ গ্রহণ করে ছিলাম। সাংস্কৃতিক পরিমন্ডলে আমার বেড়ে ওঠা।
এক ভদ্রলোক হঠাৎ ফোন করে বলে শর্মিষ্ঠা ভালো আছো? আমি চিনতে পারলাম না। সে বলল তুমি আমায় চেনোনা কিন্তু আমি তোমায় চিনি, আমি তো অবাক হয়ে গেলাম । বার বার পরিচয় জানতে চাইলাম উনি শুধুু বললেন সময় এলে বলবো। উনার ভয়েস আমার কাছে খুব মিষ্টি এবং আপনজন মনে হোচ্ছিল। এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল।আমি কলেজ শেষ কোরে বেরোলাম। উনি রোজ ফোন করে আমার খবর নিতে লাগলেন।আমিও রোজ উনার ফোনের অপেক্ষায় থাকতাম।
আমার বিয়ের জন্য ছেলে খোজা চললো কয়েক জন দেখেও গেল সে খবরও সে জানতে পারতো, আমি অবাক হোয়ে যেতাম কে ইনি? কি তার পরিচয়? আমি ব্যস্ত হয়ে উঠলাম উনার সাথে দেখা করার জন্য। উনি বলেন যে ঠিক আছে অমুক দিন অমুক সময় ভিক্টোরিয়ায় থাকব। আমি বললাম তোমায় কি করে চিনবো ? সে বলল আমার হাতে একটা লাল গোলাপ থাকবে 🌹 আমি বললাম ঠিক আছে। ঠিক টাইমে গেলাম ভিক্টোরিয়ায় কিন্তু লাল গোলাপ 🌹 ভদ্রলোক কে দেখতে পেলাম না মন খারাপ করে চলে আসছিলাম । ভদ্রলোকের পুরুষালী কণ্ঠ শুনে আমি প্রেমে পড়ে গেছিলাম।হঠাৎ পিছনে তাকিয়ে দেখি একজন কালো মোষের মতো দেখতে ভীষণ মোটা তার হাতে একটা লাল গোলাপ। আমি তখন মরি মরি কোরেওখান থেকে ছুট্টে পালায়। তারপর উনার আর ফোন আসেনি, আমিও উনার ফোনের অপক্ষায় থাকিনি।