স্কুল ব্যাগ

 

কলমে: অজিত কুমার দে

Katandhar Bishnupur Bankura 722122 WB

9002512696/9434524039

স্কুল ব্যাগ পিঠে বই খাতার বোঝা

আছে পেন পেন্সিল রাবার,

আছে টিফিনের বাক্সে খাবার,

আছে জীবনের যোগ বিয়োগের হিসাব

ভাগ বাটোয়ারা,কম বেশি

জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার মন্ত্র

কথায় কৌশলে সুস্থ সমাজ গড়ার যন্ত্র

আছে পাহাড় পর্বত নদী নালা গাছ পালা,

মাঠে ঘাটে ফসল ফলানোর পরিকল্পনা।

দুইবেলা ভাত পেট ভরানোর মন্ত্রণা।

পিঠের স্কুলের ব্যাগ ভর্তি

মা বাবার আকাশ কুসুম কল্পনা।

ব্যাগ ভর্তি আশা ভরসা

জীবন পথে একলা চলার শক্তি,

ভয়কে জয় করার আল্পনা ।

আছে পায়ের তলার মাটি শক্ত করার মন্ত্র।

ব্যাগ ভর্তি আছে সন্তানের লক্ষ্য পূরণে

উদয় অস্ত পরিশ্রম বিরামহীন ছুটে চলা,

মা বাবার না খেয়ে না ঘুমিয়ে থাকা

দিন রাতের অসীম কষ্টের বর্ণনা,

স্কুল ব্যাগে তে আছে

মা বাবার স্নেহের পরশ আশীর্বাদ,

আছে চোখের জলে সন্তানের ভালো

থাকার প্রার্থনা,

স্কুল ব্যাগ হোলো জীবন গড়ার কারখানা।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading