রব পথ চেয়ে
অজিত কুমার দে
হয়তো আর কথা হবে না,
তোমার ব্যাস্ততার কারনে,
তবুও রব পথ চেয়ে,
অবশ মনে গান গেয়ে।
যদি কোনো কালে দেখা হয়,
কথা হয় তোমাতে আমাতে 🌹
আশা নিরাশায় দোলাচলে কাটবে সময়,
শুধু তোমাকে মনে পড়বে ক্ষণে ক্ষণে,
ভালো থেকো ভালোবাসায় নিজ গৃহ কোণে।
যদি মনে পড়ে কোনো সন্ধিক্ষণে
সু প্রভাতে বা গোধূলি বেলায় ।
তুমি তো জানো ,
আমি একা থাকি নিরালায়,
পাঠিও বার্তা পাখির পাখায়।
চেয়ে রব আমি আকাশ পানে
যদি উঠে ঝড় মনের কোণে,
আকাশ মেঘলা,বৃষ্টি নামে চোখের কোণে,
লিখে রেখো , মন চঞ্চল কি কারণে।
কেন দুই চোখে বৃষ্টি ঝরে অকারণে,
এই বিরাট পৃথিবীতে
একদিন দেখা হবেই তোমাতে আমাতে,
হারিয়ে যেওনা,দূরে ঠেলে দিওনা,
অবহেলায় অনাদরে।
আমার জন্য জায়গা রেখো,
তোমার মনের এক কোণে।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-