রিপু
কলমে – ধর্মশাস্ত্রবিদ সোমনাথ মন্ডল
রিপু মানেই শত্রু। আর তা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য- এই ষড়রিপু। অভ্যন্তরীণ এই শত্রু মানুষের মনকে বিপথগামী করে দিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব-ফ্যাসাদ সৃষ্টি করায়। বন্ধুত্বের মানসিকতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট। তবুও সবাই কখনও কারুরও বন্ধু হয়না। এখানেও রয়েছে কোনো না কোনো রিপুর তাড়ণা। জ্ঞাতিহিংসা, জাতিহিংসা, সাম্প্রদায়িকতা, বিভেদ, বৈষম্য, যুদ্ধ – সর্বক্ষেত্রেই রিপুর প্রভাব লক্ষ্যণীয়। রিপু পিছু ছাড়েনা বলেই মানুষ এতকিছু করে থাকে। এতে কেউবা সুবিধা পায়, আবার কেউবা সংকটে পড়ে।
মানবজাতিকে তাই এই সংকট মোকাবিলায় মানসাধ্যাত্মিক সাধনা বিজ্ঞানের ছায়াতলে আসা উচিৎ। কেননা, মানসাধ্যাত্মিক সাধনা বিজ্ঞানই রিপু নামক শত্রু দমনের একমাত্র চাবিকাঠি। এই সাধনা অভ্যন্তরীণ রিপু নামক শত্রুকে নিয়ন্ত্রন করে মানবতাকে জাগরিত করে। এতে মানুষ তার মানসিক সাম্যে প্রতিষ্ঠিত হয়ে অকৃপণ প্রেম-মমতায় জগৎ ও জীবের তথা স্রষ্টার সকল সৃষ্টিকে আপন করে তোলে।