নিজস্ব প্রতিনিধি –  এবার সিংহলি গায়িকা ইয়োহানির বিখ্যাত গান ‘মানিকে মাঠে হিথে’ গেয়ে প্রশংসা কুডালেন পশ্চিমবঙ্গের রানাঘাটের ‘লতা’ রানু মণ্ডল। ইতিমধ্যেই ৫৫ হাজার বার রানুর নতুন গান শুনে ফেলেছেন সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা।  ‘প্যায়ার কা নাগমা’ গেয়ে বিখ্যাত হয়েছিলেন রানু। রানাঘাট স্টেশনের পাশে বসে আপনমনে তিনি গেয়ে যেতেন লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’। আচমকাই তার প্রতিভা সকলের সামনে আনেন এক যাত্রী। তারপর থেকেই নিমেষে ভাইরাল তিনি। রানুর পরনে ছিল লাল টিশার্ট, প্যান্ট, খোলা চুল। এই বেশেই ভাইরাল ‘মানিকে মাঠে হিথে’ গানটি রেকর্ড করলেন রানু মণ্ডল। ব্যস, ইউটিউবে তা আপলোড হওয়ার পরই ভাইরাল। সম্পূর্ণ ভিন্ন ভাষার একটি গান দিব্যি অনায়াসে গেয়ে ফেলেছেন রানু মণ্ডল। উচ্চারণ শুনে বোঝার উপায় নেই যে তিনি এই প্রথমবার এত পৃথক কোনও ভাষার গান গাইলেন। যদিও এর আগে তিনি পেশাদারভাবে হিন্দি গান রেকর্ড করেছেন।

রানাঘাটের ‘লতা’ গেয়ে ফেললেন ভাইরাল সিংহলি গান। এ নিয়েই ফের সংগীতপ্রেমীদের চর্চার কেন্দ্রে তিনি। তার উপর তার নতুন লুকও বেশ পছন্দ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। লাল টিশার্ট-প্যান্টে রানু মণ্ডলের বয়স যেন কমেছে কয়েক বছর।

Loading