নিজস্ব প্রতিনিধি – চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে রণবীর সিং অভিনীত ‘৮৩’। ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। গতবছরই মুক্তি পাওয়ার কথা ছিল ‘৮৩’। তবে, করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ছবি মুক্তির তারিখ অনেকটাই পিছিয়ে গিয়েছিল। রবিবার সোশ্যাল মিডিয়ায় মুক্তির কথা জানালেন অভিনেতা নিজেই। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি ‘৮৩’।