পুরুষের স্থিতি

কলমে: রঞ্জনা গুহ

89,R.B.C.Road. Kolkata:-700028

Ph-9123753306

সোনার আঙটি তুমি বাঁকা হলেও দামী -এটা ইতিহাস,

অথচ বিপরীত লিঙ্গবাদীরা তোমার বিচারে হাঁসফাঁস,

এই পৃথিবীতে এখন নারী-পুরুষ উভয়ের সমতায় বাস;

তবু নানান প্রতিবন্ধকতায় আজ পুরুষ ফেলে দীর্ঘশ্বাস।

ওই যে ওদের বুক ফাটে তাও কখনো মুখ ফোটে না!

অশ্রু বারিধারা তাও তো দুঃসময়ে অনর্গল ঝরে না!

তাই কঠোরমনা বলে দিনে-রাতে শুনতে হয় লাঞ্ছনা,

তবুও দেখো জীবনভর খেটেখুটেও একাই সও যণ্ত্রণা।

ছোট্ট ছিলে যখন তুমি আদর-আবদার ছিল সীমাহীন,

বড়ো হতে হতে জীবনের নীতিতে এক পংক্তিতে হলে সমাসীন।

ঘরেতে তোমার অনেক দায়িত্ব বেকারীর জ্বালা বড়ো ভীষণ!

আছে বৃদ্ধ পিতা-মাতা সঙ্গে ভাই ও অবিবাহিত বোন।

বিশুষ্ক চোখে উদাস দৃষ্টিতে খোঁজ কর শুধু কর্মখালি!

বোঝেনা সমাজ বোঝেনা সংসার দিয়ে যায় শুধু গালি।

চাকরির রাস্তা খুললে পরেই তোমার জোটে প্রশংসা খালি;

রাতের ভেজা বালিশের দাগ তখন কেবল ধূলোবালি।

পুরুষ তুমি পিতা যখন অন্তরে বয় অন্তঃসলিলা নদী,

সংসার সমুদ্রের উত্তাল ঢেউ তোমাকে দূরে ঠেলে যদি-

কাছের মানুষ বাহ্যিক গাম্ভীর্যের দেয় শুধু অপবাদই;

তবু প্রেম,স্নেহ জলে স্নান করে কর্তব্য করো নিরবধি।

তুমিই যখন রক্তের জোরে টগবগে এক সাহসী যুবক-

তেজে ও জেদে তোমার সমকক্ষ না হতে পেরে সব হতবাক!

তোমারও যে একটা নারীবাদী মন আছে ভুলেছে বেবাক;

সন্দিগ্ধ দৃষ্টিগুলো জরিপ করে অবিরাম যেন তুমি ধর্ষক!

আজও কট্টর সমালোচকরা সমালোচনার জাল বোনে,

তুমি তবু পুরুষ থাকো স্তব্ধ অনুচ্চারিত অব্যক্ত অভিমানে,

পুরুষ বলতে বাবা,ভাই,দাদা, স্বামী সবাইকে রাখি সম্মানে;

তবু সমাজ সংসার পল্লবিত হয় নারী-পুরুষের সম্মেলনে।।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading