পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতি

ওড়িশা এবং তেলেঙ্গানা সীমানার কাছে সৌরা উপজাতি, প্রায় ৬০০ বছর ধরে পুরোনো তাদের এই শিল্পকলা, যেখানে সমানাধিকারের গল্পটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত। সেই গল্পকেই তুলে ধরেছে পশ্চিম পুটিয়ারি পল্লি উন্নয়ন সমিতি। সমানাধিকারের গল্প বলা খুব একটা সহজ নয়। অথবা অন্যভাবে দেখতে গেলে সমানাধিকারের গল্প বলাই সবচেয়ে সহজ কারণ সেটাই সহজাত। আর সেই সহজাত কাজটা নিজস্ব বোধ দিয়ে সৌরা উপজাতি কয়েকশো বছর ধরে করে আসছে। আর সেই গল্পই এবছর কলকাতার পুজোয় এসে পৌঁছবে। এই সৌরা উপজাতির শিল্প, কলকাতায় পৌছবে পশ্চিম পুটিয়ারি পল্লি উল্লয়ন সমিতির হাত ধরে

সন্তোষপুর ত্রিকোণ পার্ক

করোনার ভয়ে আমরা যখন অনেকটা সময় ঘরবন্দি, তখন আর্থিকভাবে বিপর্যয় নেমে এসেছে বহু মানুষের জীবনে। বিশেষ করে যাঁরা দৈনিক রোজগারের ওপর নির্ভর করেন, তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সন্তোষপুর ত্রিকোণ পার্ক এবারের পুজোয় শুধু একটা মণ্ডপ তৈরি করছে তা নয়, তারা তুলে ধরতে চাইছে বর্তমান কঠিন সময়ের একটি দলিল। মানুষের জন্য পুজো করে মানুষের মন জয় করতে তৈরি এখানকার শিল্পী থেকে উদ্যোক্তা, সকলেই।

হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং

২০২১-এ ৫৬ তম বছরে পা রাখতে চলেছে হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিংয়ের পুজো। কী থাকছে তাঁদের মণ্ডপে? শিল্পী প্রদীপ্ত কর্মকারের কথায়, ‘থিমের নাম দেওয়া হয়েছে দুর্গাতলা। গোটা মণ্ডপটা একটা মন্দিরের আদলে গড়ে তুলতে চাইছি। গ্রামবাংলায় যেমন সাধারণত দেখা যায়, একটা মন্দির, তার চারপাশে ছোট ছোট দোকান, ডালার দোকান, মিষ্টির দোকান, সব মিলিয়ে যে পরিবেশটা গড়ে ওঠে তা সাধারণত গ্রামের দিকেই দেখা যায়। শহরে এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। এই মন্দিরগুলোর ওপর গ্রামের মানুষের অগাধ আস্থা থাকে। তাঁদের মানত করা, ভক্তি প্রদর্শনের পরিবেশটা গড়ে তুলতে চেষ্টা করেছি।’

লালাবাগান নবাঙ্কুরের পুজো

এদের পুজোর এবারের থিম ‘দর্পণ’। এই থিম তুলে ধরছেন শিল্পী প্রশান্ত পাল। প্রত্যেক পুজোর ক্ষেত্রেই বিসর্জনের সময় দেব-দেবীর মুখ দেখা হয়। দর্পণে মানুষের রূপের পরিবর্তন হলেও দেবীর রূপের কোনওদিন পরিবর্তন হয় না। মায়ের রূপ একই থাকে। গোটা মণ্ডপজুড়ে হাজার হাজার আয়নার ব্যবহার থাকবে। শিল্পী প্রশান্ত পাল বলেন,”গোটা মণ্ডপজুড়ে থাকবে হাজার হাজার দর্পণের ব্যবহার রয়েছে।  প্রত্যেকের কাছে সেই বার্তা নিয়ে আসবে দর্পণ, যাতে আগামীদিন যেন আরও ভাল। এই দুর্যোগের দিন যেন দ্রুত কেটে যায়, তেমনই দর্পণের কাছে থাকবে আর্জি।”

শোভাবাজার বটতলা সার্বজনীন

শোভাবাজার বটতলা সার্বজনীন। এবার ৯০ বছরের পুজো। আর এবার মণ্ডপে ধরা দিয়েছে প্রকৃতি। শিল্পী ইন্দ্রজিৎ ও দেবব্রতের হাতেই সেজে উঠছে গোটা মণ্ডপ। এবারের থিম ‘প্রকৃতি’। মণ্ডপে রঙের ব্যবহার, খড়ের ব্যবহার, সুন্দর কারুকার্যের মোটিভ।

শোভাবাজার বটতলা সার্বজনীন:

শোভাবাজার বটতলা সার্বজনীন। এবার ৯০ বছরের পুজো। আর এবার মণ্ডপে ধরা দিয়েছে প্রকৃতি। শিল্পী ইন্দ্রজিৎ ও দেবব্রতের হাতেই সেজে উঠছে গোটা মণ্ডপ। এবারের থিম ‘প্রকৃতি’। মণ্ডপে রঙের ব্যবহার, খড়ের ব্যবহার, সুন্দর কারুকার্যের মোটিভ।

Loading