প্রেম
✍️ – প্রসূন বিশ্বাস
৪সি কাশী নাথ দত্ত রোড, কলিকাতা ৭০০০৩৬
……………………..
প্রেম মানেই আবেগের নীল আকাশ,
যদিও বাঁধনহারা বিরহের সঙ্গে বাস।।
হৃদয়ের সমস্ত তন্নিষ্ঠা প্রেম কে জড়িয়ে,
নিশি প্রহরের পথ সাঁতরে পেরিয়ে।।
মাদকতা ভরা প্রেমের কুঁড়ি থেকে ফুল,
বৃষ্টি ছোঁয়া পেলে রূপায়নে হবে না ভুল।।
বিরহের সাথে মিলন ঘটে প্রেমের সুরে,
নৈশব্দতার আবেগে গোপন অভিসারে।।
প্রেম চিরন্তন পূর্বরাগ থেকে কালরুপী মনে,
চুপিচুপি বেদনার অব্যাক্ত রসায়নে।।
প্রেম প্রনয়ের ইন্দ্রজাল এক ভাঙা বল্মীক স্তূপ।।
না পাওয়ার বেদনার অব্যাক্ত বহুরুপ।।
কচিৎ কথোপকথন আসে যদি স্মরনে ,
হারিয়ে যাওয়া বেদনা বিরহময় স্মৃতি র চর্বনে।।
স্মৃতি সতত সুখের পীড়া দেয় অবেলায়,
মোহকামনার উপচে পড়া সুখ ও পালায়।।
তবুও ভোলা মন ভেজে সিক্ত ঐ ধারাতে।
অনুতাপের ভুলের কয়লা জ্বলে নিজ
স্বত্তাতে।।
বিরহ আসে যদি স্রষ্টার বিধানে,
দুটি মন নৈঃশব্দ্যে রয় সঙ্গোপনে।।