প্রাণের কবি

 

কলমে এবং কন্ঠে ✍️: মধুমিতা দেব

 

তোমার ছন্দে,তোমার সুরে,

    দারুন অগ্নি যখন বাণে,

          তখনই তো তোমারি গান,

            শীতল স্পর্শ আনে প্রাণে।

     বৃষ্টি-মুখর শ্রাবণ ধারায়,

          নদীর দুকুল যায় যে ভেসে,

             মনকে মেঘের সঙ্গী করে,

        তোমার গানের সুরেই মেশে।

    মধু-বিধুর ছুটোছুটি,

        পূজোর দিনে, শারদ প্রাতে,

        ভরিয়ে দিলাম তোমায় কবি,

         অরুন আলোর অঞ্জলিতে।

       শারদ শেষে, হেমন্তিকা,

        হিমেল আঁচল ছড়িয়ে দিয়ে,

         কবি তোমায় জানায় প্রণাম

          ঐ গগনের দীপ জ্বালিয়ে।

      নাচন লাগে যখন কবি,

        আমলকীর ওই ডালে ডালে,

      শীতের হাওয়া,যায় বয়ে যায়,

         তোমার গানের সুরে তালে।

       ফুলের আগুনে ভরল যখন,

           ওই যে নীল দিগন্তে

 (তোমার)সাতরঙা সুর,মাতাল মনে,

            উজান এল বসন্তে।

      সকল কাজে,পূজায়,প্রেমে,

         তোমারি নিঃশ্বাস।

                সকল ঋতু ভরে তুমি,

                    আছো বারোমাস।

        প্রাণের কবিগুরু তুমি,

            যাওনি কভু দূরে,

            রবি-ঠাকুর আজও আছ,

                  মোদের হৃদয় জুড়ে।।

Loading