কবিতা – প্রাণের কবি নজরুল

কলমে – কবি  বিজন চন্দ

টালিগঞ্জ কলকাতা ফোন ৯৪৩৩১১২০৯২

 

পরিচিতি

কবি -সাহিত্যিক ও সংগঠক – বিজন চন্দ। ৯৪৩৩১১২০৯২

 জন্ম -এগরা, পূর্ব মেদিনীপুর ,পশ্চিমবঙ্গ, ভারত।

 পিতা পুলিন বিহারী চন্দ , মাতা স্বর্ণময়ী দেবী।

 স্থায়ী বাসিন্দা  – টালিগঞ্জ, কলকাতা।

কবি পেশায় জীববিদ্যার শিক্ষক । এছাড়া  চলচ্চিত্রাভিনেতা সঞ্চালক,সংগঠক ও শিল্পী।

 সম্পাদনা – আকাশ বলাকা (সাহিত্য পত্রিকা) ,উচ্চ মাধ্যমিক সাথী (বিজ্ঞান পত্রিকা)।

গ্রন্থ  – অনন্যা,অন্বেষণ অভিমানী, অন্তরালে,অমর প্রেম, প্রত্যাশার বর্ণমালা, কাব্য মঞ্জুরী…

 সাহিত্য সংস্কৃতির অভিনন্দন যাত্রা আসাম ,ত্রিপুরা ,ভারত ও বাংলাদেশ।

……………………………………………………

“বিদ্রোহী কবি” কে বলে তোমায়

  তুমি তো জনতার কবি

 বহমান  মুষ্টি মিছিলেও দেখি

 তোমার প্রাণের ছবি ।

তুমিতো দুই বাংলা নয়নের মনি

  কৃষ্ণকান্ত হাতে রনতুর্য

 সৃষ্টি সুখে উন্মাদনায় তুমি

  চির ভাস্কর দীপ্ত বিলাস সূর্য।

 তোমার কলমে বিদ্রোহী সুর

   রক্তে আগুন জ্বালায়

বন্দি জীবনে লৌহ কপাট ভেঙ্গে

   মুক্তির আশা জাগায়।

 মহা প্রলয়ের  ধুমকেতু তুমি

  বিষধর কাল ফনি,

 বিদীর্ণ করেছে ধর্মের নামে

  ভন্ডামি হানাহানি।

তোমার কলমে হানাহানি ভুলে

। হিন্দু মুসলমান

 একই বৃন্তে দুটি কুসুম

  গায় মিলনের সেই গান।

 ইংরেজ গেছে শোষক আছে

  দেশ জুড়ে বিলকুল

তোমার স্বপ্ন হচ্ছে বিপন্ন

   চেয়ে দেখো নজরুল।

বিচারের নামে চলে প্রহসন

 শোষক শাসন নীতি

 প্রতিবাদ আজ হারিয়েছে ভাষা

  সন্ত্রাস হয় ভীতি ।

গুহার আঁধারে আলো জ্বেলে তুমি

 দেখালে স্বপ্ন কত

আজ সমাজ রক্ষক হয়েছে ভক্ষক

 স্বাধীনতা আশাহত।

দেখি ফুলবাগিচার জলসাঘরে

  নীরব কেন কবি ?

দুই বাংলার মালা চন্দনে পরা

 তোমার নির্বাক ছবি ।

ডাগর চোখে তাকিয়ে আছো

 কোঁকড়ানো সেই চুল

স্মরণে  মননে কবিতা গানে

ওগো প্রানের কবি নজরুল ।

🙏🏻 শ্রদ্ধা জানাই নজরুল ।

 

Loading