পথের সাথী

কলমে- ডাঃ শ্যামল বেরা

ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

********

তোরা তো সারমেয়

তোদের পাত্তা দেয় না কেউ,

তোরা আছিস পথে ঘাটে

পথ চলতি লোকের সাথে,

যেথায় দেয় দু মুঠো খাবার

সেথায় যাস বার বার,

তোরা যে রাতের পাহারাদার

তোদের ভয়ে যে ঢুকতে পারেনা ডাকাত সরদার,

তোরা যে করিস ঘেউ ঘেউ

যখন দেখিস অপরিচিত কু-মতলবে কেউ,

তোরা যে করিস সবারে সজাগ সচেতন

আমরা যে মানুষ বড় স্বার্থপর    ও অচেতন,

তোরা থাকিস একটু ভালো

তোরাই যে জ্বালাস আলো

যখন সর্বদিকে নেমে আসে অন্ধকারের কালো…

তোরা ভালো থাক …..

Loading