পথের মৃত্যু নেই

কলমে – করুণা দেবনাথ

গ্রাম-জামবুরা, পো- খোয়াই কোর্ট, জেলা – খোয়াই, রাজ্য-ত্রিপুরা-৭৯৯২০২

 

রাস্তার জন্ম হয় দু -পায়ের গুনে। একবার দুটো পা

যদি একটু জায়গা ধরে যেতে পারে তখন থেকেই

সে জমি জানে আমার চলা হলো শুরু । আজ থেকে আমার নাম পথ।তখনই জমি ভাবে আমি স্বার্থক। কেননা যখন কোনও জমি তার কর্তব্য করতে পারে ,যেমন করে থাকে প্রতিটি মানুষের আকাঙ্খিত মন।

প্রতিদিন সেই পথ ধরে হাজার হাজার মানুষের চলাফেরা এবং সাইকেল রিক্সা বাইক। আস্তে আস্তে সে আরও বড় হতে থাকে

এবং প্রমোশন পেয়ে রাস্তা নামে খ্যাত হয়। সেজে উঠে  ইট পিচ নিয়ে।দু-পাশে লাইট পোস্ট এবং ফাঁকে ফাঁকে সজ্জিত সবুজ বৃক্ষ রাজি।চলতে থাকে

দিনরাত ট্রাম বাস ট্রাক বিরাহীন দৌরাত্ম্য। তবে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পরে, ওঝা বৈদ্য ডাক্তার

দেখিয়ে সুস্থ করে তুলা হয়।।

আবার সেই একই গতিতে অবাধে চলা ফেরা তার বুকের উপর দিয়ে বাকী নেই এহেন কাজ।সহ্য ক্ষমতার নিরিখে আবার ও প্রমোশন  এবার ”সড়ক,,নামে খ্যাত। এবার সে নামী দামী বৃক্ষরাজি, কৃষ্ণচূড়া পলাশ  শিমুল নানাবিধ ফুলের বাহারে। আরো সুন্দর ভাবে সেজে গুঁজে  এক্কেবারে

অফিসার লেবেল। দৈনিক পথচলা মানুষের এবং জীব জন্তুর প্রতি ছায়াদানে বসার জায়গা করে দেয়

তার বুকের উপর ধরে রাখে বিরাট বিরাট বৃক্ষরাজি। হাজারো অত্যাচার খুন খারাপি

সব কিছুই মুখ বুঝে সহ্য করার অসীম ক্ষমতার অধিকারী।

একই ভাবে উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আজীবন পথ চলা। সেখানেও থেমে নেই অবশেষে সড়কের গুনগত মান বিশ্লেষণের পর সে জাতীয় স্তরের সম্মাননায় সম্মানিত হয়।আর সেখানেই পথ বা রাস্তার স্বার্থকতার পরিপূর্ণতা।।

Loading