পরিবর্তনের আসল নকল

রচনা – প্রতিমা পাল

ভায়া – বেলিয়াতোড়, জেলা – বাঁকুড়া, ফোন – ৮০১৬১০০৯২৭

পরিবর্তনের খেলায় চলে আজ

নকলে মোড়া স্বর্ণ অলংকার,

মাতৃ দুগ্ধে অম্বল ছেটা কয়

কোম্পানির নামে বড়ই অহংকার।

যুগের পরিবর্তনে চলতে গেলে

বাবা মায়ের স্থান বৃদ্ধাশ্রম,

পটের বিবি অফিসের কাজে

সেবা সুস্থতায় হাঁপিয়ে দম।

সুখের সংসার করতে নাকি

এক সন্তানের মা হওয়া ভালো,

উঠে পড়ে লাগাতারে তাকে

তিন বছর বয়সে শিক্ষার আলো।

চলছে মিছিল ঘরে দুয়ারে সবার

   লড়াই হবে সমানে সমানে,

সেই দিনটা পার হয়ে গেলে

  কে কার মুখটিই বা চেনে।

তেল হলুদের কদর সরিয়ে

পার্লারের দিকে চলছে সবাই,

মেকাপ মেখে মুখোশ পরে

রূপের কদর আজব বড়াই।

ঈশ্বর পূজায় ভক্তরা কোথায়

করজোড়ে নেতা মন্ত্রীর দ্বারে,

হরিনাম সংকীর্তনে ঘুমের বাড়ি

ডিজে নাচের বাহার আসরে।

সাহিত্য হারিয়ে পড়বেনা কবিতা

রুচির আসর মোবাইলে গেম,

বাবা মায়ের আর্শীবাদ চায়না

বাঁচতে জীবন সব ছেড়ে প্রেম।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading