কবিতা – ভোটের ফল

কলমে – কল্যাণী সরকার

বাণীপুর, উত্তর চব্বিশ পরগনা

……………………..

 

কারো মুখে জয়ের হাসি

কারো বা চোখে বান ভাসি

আবার কারো গলায়

অভিযোগ অনুযোগের সুর,

জনতা ভাবে আপন মনে

কে এলো আর কে গেলো

আমার তাতে কি লাভ? ধুর!

লাভের অঙ্ক কে কষবে

তুমি আমি না পিঁপড়ে?,

রাজনীতি? সে যে রাজার নীতি

বোঝা বড়ো দায় বাপ রে!

হিসেব নিকেষ শিকেয় তুলে

মনের কথা কই

শিশু শ্রম নিপাত যাক

ওদের হাতে উঠুক বই ।

বড়োরা সব কাজের থেকে

ফিরুক দিনের শেষে,

হিংসা বিদ্বেষ বিসর্জন দিয়ে

মোরা বাঁচবো মিলেমিশে।

ঘরের ছেলে ঘরে থাকুক

যাবে না পরের ঘরে

সোনার বাংলা সোনালী স্বপ্নে

উঠবে আবার ভরে।

তাই বলি কি সবার আগে

মনুষ্যত্বকে দাও স্থান

মন্দির গির্জা য় হোক প্রার্থনা

শুনি মসজিদে আযান।

জটিলতার আবর্ত ছাড়ো ভাই

নইলে পাবে না খুঁজে তল

বরং

মানবতার জয় গান করো

যাই হোক না কেনো  ভোটের ফলাফল।।

 

Loading