কবিতা – ভোট ভিক্ষুকের দল

কলমে – মুজিবর রহমান মল্লিক

 

দুয়ারে দুয়ারে ঘোরে ভিক্ষুকের বেশে,

পাবে না ধরা ছোঁয়া এদের ভোটের শেষে।

ভোটের সময় করজোড়ে প্রণাম করে ওরা,

ভোটের পরে চিনতেই ,পারে না যে তারা ।

ভোটের দিনে সকাল সকাল ভোটটি ওদের চাই,

ভোটে ওদের জিততে হবে যেমন করে হোক ভাই ।

ভোট লুটেরা দল,

   সকাল বেলায় দাঁড়িয়ে থাকে ভোট কেন্দ্রের কিনারায়,

ভোটের জন্য কত লোক হল কোতল আর জবাই।

খুন সন্ত্রাস যাই হোক না কেন ভোট করা ওদের চাই,

দুপুর বেলায় ভোটটা দিতে গেলে ভোটটি তোমার নাই।

ভোটের সময় কত প্রতিশ্রুতি দিয়ে যাবে ভাই,

ওদের ভাওতাবাজি আমরা বুঝি সবাই।

গণতন্ত্রের ধারা ওরা মানেনা ভাই।

সারা জীবন যেমন করে হোক পদ গুলি ওদের চাই।

ওরে ভোট ভিক্ষুকের দল,

একটি সময় তোদের হাল হবে যে বেহাল।

 

Loading