কবিতা – ঠাঁই নাই !!

রচনা – অসীম  মুখার্জি

……………………..

ঠাঁই নাই , ঠাঁই নাই,

হেথা নয়, হোথা নয়,

অন্যকোথা, অন্যকোনো স্থানে ,

মুক্ত বিহঙ্গ সম উড়ে যাবো

উন্মুক্ত গগনে !!

পড়ে রবে স্মৃতি কিছু

কিছু ভালোবাসা, ক্ষণিকের তরে!

স্বল্প সময়েই  মুছে যাবে

 মোর স্মৃতিটুকু রাখা ছিল দেওয়ালের পরে !!

জানিবেনা চিনিবে না মোরে

পর প্রজন্মের সদস্য,সদস্যা

অবহেলায় হয়তো বা

রাখিবেক দূরে,গৃহের বাহিরে!

ঠাঁই নাই ঠাঁই নাই গৃহ কক্ষে যেরে।।

হৃদয় নিংড়ে দিয়ে রক্ত সেঁচে

করছিনু মাথা গোঁজা ঠাঁই

সেই গৃহে রহিবে না মোর

একটুও ঠাঁই ?

বলিবেক সবে কোথা পাবো ঠাঁই !

কালের করাল গ্ৰাসে ,

অদৃষ্টের অদৃশ্য লিখনে হতে হবে

মৃত্তিকা ময় পৃথিবীর ধূলিকণা সাথে

মিশ্রিত হয়ে  পদধূলি, পথে !!

সৃষ্টির সহস্রাব্দ বৎসর ব্যাপি

ইহা যেন জীবনের

একমাত্র সাথী ,

সাম্য হেথায় পাবে,হে প্রাণ সখী !!

জীবন যতোদিন চলিবে তব

তুমি এই আছো, এই নাই

দোলায় দুলিবে এটাই তো রীতি!!

(স্বত্ত্ব সংরক্ষিত )

Loading