সাত কাহন

কলমে- আশীষ কুমার দত্ত

নবগ্রাম (কোন্নগর), জিলা-হুগলী. ফোন নম্বর-9088990994

 

নীরবে থেকো না তো কবি

তুলে ধর সমাজের প্রতিচ্ছবি।

তুলি কলমে ছবি যাও এঁকে

বল,বিষ কত এ ধরার বুকে।

বিষে বিষে ক্ষত নগর জীবন

বিষের ছোবলে হত পর আপন।

উদাত্ত কন্ঠে আজ বল হে কবি

আবার উদিবে হেথায় নূতন রবি।

তুলে ধর হিংসা বধের হাতিয়ার

বধ হোক দ্বেষ অন্যায় অবিচার।

কবিতায় আসুক নবজাগরণ

বিষধরের হোক চিরতরে দমন।

 

 

Loading