কবিতা – তামাসা

কলমে – সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী

চন্দননগর, হুগলি

আজকে যাকে আপন ভাবো

    কাল সে তোমার পর।

এই বিভেদের সত্য বিচার

   নেই তো মতান্তর।

আজকে যাকে দিচ্ছো আলো

   কাল সে কালির ছাপ।

এই দুনিয়ার আজব খেলা

      মুখ,মুখোশের খাপ।

আজকে যাকে বাসছো ভালো

   কাল সে ধূসর মেঘ।

এই তরণীর ভেকধারীতে

    অভিনয়-টা শেখ।

আজকে যাকে করছো আদর

   কাল সে কলির কাল।

এই ধরনীর রকমসকম

     রোমাঞ্চময় চাল।

আজকে যাকে নিচ্ছো কোলে

    কাল সে নদীর জল।

এই ঘাটেতে নাও ভেরায়

  ওই ঘাটেতে ছলবল।

আজকে যার গাল ধরেছো

  কাল সে ইচ্ছে হ্রদ।

হঠাৎ দেখো তৈরী জলে

    লক্ষ্যহীনের সংসদ।

আজকে যাকে দিচ্ছো চুমু

   কাল সে গ্ৰীকের ট্রয়।

প্রনয়বিহীন রঙমশলার

    সেই মহিন বিক্রয়।

Loading