সুখ ও দুঃখ

কলমে -আনন্দময়ী চট্টোপাধ্যায়

গ্রাম + পোঃ বন রাধানগর, থানা-বিষ্ণুপুর, জেলা – বাঁকুড়া

……………………..

বলতে পারো সুখ কি,

কোথায় তার বাসা,

কোথায় থাকে কাহার ঘরে,

কোন পথে যাওয়া আসা?

এইতো দেখি সুখের সাগর,

আবার এক লহমায় শেষ,

কোথায় উড়ে যায় যে চলে,

কোন সে অচিন দেশ।

ধরি ধরি তারে করি,

ধরতে  পারি কই,

ঘুরে বেড়ায় হেথায় সেথায়,

স্থিতি তো তার নাই।

তার চাইতে দুঃখ দেখি-

খুবই পোষ মানে,

ধরবে যারে ছাড়বে না রে,

নেই তো উপায় কোন।

সুখ খুঁজতে জীবন গেল,

দুঃখ তো খুব কাছে-

সব সময়ে সবার সাথে-

থাকে পিছে পিছে।

সুখ তো ভীষণ হিংসুটি-

তারে দেখলে হিংসে হয়,

দুঃখ ভালো ভীষণ ভালো,

চোখে জল টলমল বয়।

তাইতো দুঃখের ছড়াছড়ি,

সুখ তো হাতে গোনা,

সুখ দুঃখের নেইকো আড়ি-

চলে পরস্পরে আনাগোনা।।

Loading