কবিতা- “সহিষ্ণুতা”

কলমে – ✍️: জয়দীপ রায়চৌধুরী

ডিএ-২,সেক্টর-১,সল্টলেক, কলকাতা-৭০০০৬৪.ফোন:9831870238.

 

সহিষ্ণুতা,

তুমি আমার চাপা আবেগকে

ভেঙে ফেলতে পার না।

হৃদয়ের ভেতর যে

দীর্ঘশ্বাস,

তাকে মুক্ত হতে দাও।

অন্ধকারের মাঝে,

আলো হয়ে

পথ দেখাও।

মনের মানুষ

সূক্ষ্ম অনুভূতির

দিশা খুঁজে পাক।

অনেক কষ্টের ফসল

এই সার্থক জীবন।

সহিষ্ণুতা,

তোমার দেখা পেয়েছি

জীবনের কঠিন কাজে

অস্তিত্ব বজায় রাখার

সংগ্রামের পথে।

স্থৈর্য,ধৈর্য ও সহিষ্ণুতায়

জীবনের দোসর রূপে

অন্তরের সহজাত সত্তাকে,

আবেগকে,

বিকশিত কর

প্রস্ফূটিত হোক

এক সুন্দর

কোরক।।

Loading