স্মৃতির গহনে
কবি – কৃষ্ণকলি বেরা
ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ,
৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪. থানা -নরেন্দ্রপুর
দাদা তুই সবসময় আমার ভাবনায় থাকিস,
কিন্তু আজকের দিনটা যে তোকে ঘিরেই,
আজ যে ভাতৃদ্বিতীয়া —
দাদা তোর মনে পড়ে প্রতি বছর এই দিনটায় আমার কত আয়োজন,সব তোর জন্য, শুধু যমরাজের দরজায় কাঁটা দেবার অছিলায় সকাল থেকে উপোস করে চন্দনবাটা আর মিষ্টি নিয়ে……
কিন্তু পারলাম না দাদা,আমি পারলাম না,
তোর কপালে আমার হাতে দেওয়া বড় চন্দনের ফোঁটাও যমকে বাধা দিতে পারলোনা–
হারিয়ে গেলি তুই নীল আকাশের নীলিমায় এই দিনেই।
দাদা তুই শুনতে পাচ্ছিস?
শুনছিস তুই?আজও ভাতৃদ্বিতীয়ার সন্ধেতে আমি দেওয়ালে আঁকি
বড় করে চন্দনের টিপ, প্রদীপের আবছা আলোয়
প্রার্থনা করি যম নয় ঈশ্বরের দূয়ারে,
তুই ভালো থাকিস দাদা,
ভালো থাকিস,
শুভ ভাইফোঁটা, শুভ ভাতৃদ্বিতীয়া,শুভ—-।।