কবিতা – শ্রদ্ধাঞ্জলি
কলমে – মাধব ব্যানার্জী
……………………..
চলে গেছো বাবু, বহুদূরে তুমি,
এই সুন্দর, ভুবন ছাড়িয়া।
স্মৃতির মাঝেতে বেঁচে আছো আজও,
মোদের হৃদয় জুড়িয়া।।
চোখের আড়ালে, হয়ে আছো তুমি,
পাইনা তোমার দেখা।
ব্যথিত চিত্তে নয়নের বারি ঝরে,
যখন থাকি আমি একা।।
তোমার আর্দশ আজও মেনে চলি,
ভুলিনি তোমার বাণী।
অন্যায়ের সাথে, করিনা আপোষ ,
হয়ে সত্যের সন্ধানি।।
সংসার জীবনে,কভু যদি আমি,
করে থাকি, কোন অপরাধ।
ক্ষমা করে দিয়ে,মোর মস্তকে
রেখো তোমার,আর্শীবাদের হাত।।
স্মৃতি মন্থন, করিতেছি পার,
বছর বছর ধরে।
আজ প্রয়াণ দিবসে, প্রণাম তোমারে
আমার শ্রদ্ধা-ভক্তির ডোরে।।
🌹 প্রণাম 🌹