শান্ত থাকো

কলমে – সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী

 

বুকের মধ্যে ঝলসানো রাগ

রাগের ভেতর ঝড়।

গোপন চুক্তি অন্ধঘরে

সে-বেবাক হরিহর!

হাপিত্যেশি ডানার মানে

খুঁজছে সবার মন।

অদ্ভুত এই গোলক ভূমে

ঝড়ের দাপট শোন্।

চমকানো দেশ, রাত্রিযাপন

সুখান্ন পরিহার।

বাড়তি চাপে চরকা ঘোরে

ডানার মণিহার।

মুক্তো ভেবে,ওমান দিল

শূক্তি মুখের সুখ।

অলিগলি স্তব্ধ সবাই

উধাও রৌদ্রমুখ।

অনল বিষে পুড়ছে রাজ্য

ডানার সংযোজন।

শান্ত হয়ে,ভালোবাসো

ভুবনডাঙার বন।

Loading