কবিতা – সখা / সখি

কলমে – কৃষ্ণকলি বেরা

কন্ঠে শর্মিলা পাল

ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ,

৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

 

বন্ধু মানে  স্কুল পালিয়ে

আমবাগানে ধা,

বন্ধু মানে মারপিট আর

টিফিন আধা আধা।

বন্ধু মানে পাল্টাপাল্টি

জামা, জুতো, ছাতা,

বন্ধু মানে স্যারের বকা

কান ধরে দাঁড়া গাধা।

বন্ধু  মানে মন খারাপে

হঠাৎ ভালো লাগা,

হাসপাতাল, শ্মশান ঘাটে

একসাথে রাত জাগা।

বন্ধু  মানে লুকিয়ে প্রেম

ঠেলে হরেক বাধা,

বন্ধু মানে মিলে মিশে

কাঁচকলা আর আদা।

Loading