কবিতা- রক্ত দান মহৎ কাজ

কলমে – ✍️: মহামায়া রুদ্র

স্থান দিয়েছেন ঈশ্বর আমায় মানব শরীরে

সর্ব দেহে বিচরণ করি

আমি সকলের ভেতরে।

 বিপদ কালে আমায় খোঁজে সবে প্রাণের তাগিদে ,

 তখন কি জাত আমার প্রশ্ন জাগে না কারোর মনে।

জীবন বাঁচাতে আমি হলাম সব ধর্মেরই নদী,

কোন ধর্মই জানতে চায় না ,

কোন জাত থেকে এসেছি আমি।

আমার শরীরে ভরে আছে শুধু জীবনের উপাদান,

প্রয়োজনে শুধু কাজে লেগে যাই এই মোর মনস্কাম।

রক্তে কখনও লেখা থাকে নাকো মুসলিম খ্রিস্টান।

প্রয়োজন শুধু জীবন বাঁচানো এই মোর ফরমান।

কেউ করোনা জাত ধর্মের এই ঘৃণ্য খেলা,

দুঃখের সময় কাউকে পাবে না পাবে শুধু অবহেলা।

মানব দেহের আমিই হলাম সবার জীবন দায়ী ।

লাল রঙেতে রাঙিয়ে দিয়ে সকলকে বাঁচিয়ে যাই ।চারিদিকে আছে দরজা আঁটা

উপরেই শুধু নকশা কাটা।

এই নিয়েই চলছে আজ পুরো সমাজ টা।

আমাকে দিয়ে জীবন বাঁচাও থাকো সবার সাথে,

জাত গেল জাত গেল বলে, কেঁদোনা পথে পথে ।

আমি বুঝিনা ধনী-গরিব ,জাত- পাত ,ধর্ম-অধর্ম ,

আমার কাছে এই সবই শুধুই অপকর্ম।

রক্ত রং একই সবার ভেদাভেদ ভুলে যাই

রক্তদান মহৎ দান বুঝুক সবাই।

এসো ছুটে ,কষ্টগুলো  মুছে যাক মানবতার ভিড়ে

জীবন স্বার্থক কর বড় ও মহান কাজ করে।

Loading