রবি ঠাকুর
কলমে – বিজন চন্দ
(টালিগঞ্জ কলকাতা )
……………………..
পরিচিতি
কবি -সাহিত্যিক ও সংগঠক – বিজন চন্দ। ৯৪৩৩১১২০৯২
জন্ম -এগরা, পূর্ব মেদিনীপুর ,পশ্চিমবঙ্গ, ভারত।
পিতা পুলিন বিহারী চন্দ , মাতা স্বর্ণময়ী দেবী।
স্থায়ী বাসিন্দা – টালিগঞ্জ, কলকাতা।
কবি পেশায় জীববিদ্যার শিক্ষক । এছাড়া চলচ্চিত্রাভিনেতা সঞ্চালক,সংগঠক ও শিল্পী।
সম্পাদনা – আকাশ বলাকা (সাহিত্য পত্রিকা) ,উচ্চ মাধ্যমিক সাথী (বিজ্ঞান পত্রিকা)।
গ্রন্থ – অনন্যা,অন্বেষণ অভিমানী, অন্তরালে,অমর প্রেম, প্রত্যাশার বর্ণমালা, কাব্য মঞ্জুরী…
সাহিত্য সংস্কৃতির অভিনন্দন যাত্রা আসাম ,ত্রিপুরা ,ভারত ও বাংলাদেশ।
…………………………………………………………………………..
রবি ঠাকুর, রবি ঠাকুর
তুমি দুষ্টু ছেলে
পড়ার বই ধরিয়ে দিয়ে
ঘুমটা কেড়ে নিলে ।
বাবা বকে ,মা’ও বকে
দিনরাত পড়তে বসা চাই
খেলতে যাব কখন বল
খেলার সময় নাই।
সবার মুখে দিনরাত
তোমার কথা শুনি
তুমি নাকি সব বিষয়ে
আছো মহাগুণী ।
তোমার যদি এত গুন
দাও না ওদের বকে,
খেলার শেষে পড়ার কথা
যেন রুটিনে থাকে ।