কবিতা :- “প্রতিবাদ”
কলমে –-শ্রী সুবোধ চন্দ্র সরকার
এম,কম, এলএল,,বি আইনজীবী
Phone 9477443110
ঘুমাইও না আর লাঞ্ছিতা অপমানিতা ধর্ষিতা ললনার দল,
ওঠো গর্জে ধরো ত্রিশূল কৃপাণ সংহার কর নরপশুর দল।
কত শত পিশাচ ঘাতক নররূপী আছে যত শয়তান,
বিনাশ কর তাদের বাঁচ নিজে বাঁচাও নির্যাতিতাদের প্রাণ।
পদে পদে পরাহত, হারায়ো না আর মান সম্মান,
বিক্ষোভের প্রতিবাদে নির্ভয়ে এদের কর খান খান।
অসুর নাশিনী দুর্গত দলনী তোমরা হও মা অভয়া,
কর শপথ আজি হতে আর না হবে তিলোত্তমা নির্ভয়া।
বল তাদের যারা দন্ডমুন্ডের কর্তা ভগবান বিধাতা,
হে শাসনকর্তার দল তোমরাই তো মোদের রক্ষা কর্তা।
আর না করি অবহেলা কর্তব্যে দেখাও কঠোরতা,
বাঁচাও সমাজ সংসার নির্মূল করো এই নিষ্ঠুর বর্বরতা।
আরজি করের তরুণী ডাক্তারের যারা কাড়িল প্রাণ,
গণধর্ষণ করিল যারা সত্বর করি অনুসন্ধান,
ফাঁসির মঞ্চে ঝোলাও তাদের কঠোরতম কর শাস্তি প্রদান।
রক্ষা করো ভারত তথা বঙ্গনারীর ইজ্জত সম্মান।
একটু ভাব, নহে শুধু বঙ্গ তথা ভারতের অপমান,
প্রতিবাদে নেমেছে পথে সারা বিশ্বের চিকিৎসক আইনজীবী কবি লেখক জনগন সকল কৃতি সন্তান।
লজ্জায় ঘৃণায় লাঞ্ছিত সইছে পদে পদে যারা অপমান,
বিদ্রোহ করো, একসাথে সবে বাঁচাতে অমূল্য সকলি প্রাণ।
কর প্রার্থনা সবাই অপরাধির শাস্তি
চাই।