প্রিয় কবি রবি

✍️ – কলমে : সুখময় দাস

১৪ নম্বর, তারা মনি ঘাট রোড ঘাট রোড, কলকাতা ৭০০০৪১

 

রবিচন্দ্র ধ্রুবতারা সম প্রজ্বলিত তুমি কবি রবি।

বৈশাখের এই তপ্ত দহন দাহনে  এসেছিলে তুমি রবি।

ছড়াকবিতা গল্প উপন্যাসে বড় বলিয়ান তুমি কবি রবি।

কত শত গানরচনা , সুর স্বর দিয়ে গেলে তুমি কবি রবি।

মৃত্যু মিছিলের মাঝেও কলম থামাওনি তুমি কবি রবি।

বিশ্ব বরেণ্য সাহিত্য জগতের নোবেল বিজয়ী তুমি।

নোবেলের টাকায় গ্রামীণ ব্যাংক সৃষ্টিতে  তুমি কবি রবি।

স্বাধীনতার স্বপ্ন দেখাতে কবিতা

আর গানে তুমি রবি।

ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলে তুমি রবি

শিক্ষায় শান্তি নিকেতন গড়ার কারিগর তোমায় প্রণাম প্রিয় কবি রবি।

 

Loading