কবিতা – প্রাণের ঠাকুর

কলমে – রঞ্জন সরকার

বোলপুর শান্তিনিকেতন, বীরভূম

……………………..

নোনা দেওয়াল থেকে খসে পড়ছে পলেসতারা..

তার পাশেই ঠাকুরের ছবি……. রবি ঠাকুর।

সন্ধ্যায় ধুপ ধুনো,হাত জড়ো করে প্রণাম

সব ঠাকুরের মাঝে বিরাজমান…. রবি ঠাকুর।

খেলতে খেলতে কত ছড়া শিখলাম, সেই সহজ পাঠে

ছোট খোকা বলে অ আ, ভুলিনি আজও… রবি ঠাকুর।

আমাদের কোনো পঁচিশে বৈশাখ নেই, আমাদের

কোনো বাইশে শ্রাবন নেই, আছে শুধুই… রবি ঠাকুর।

দুশ্চিন্তার দুপুর কিনবা বিনিদ্র রাত অথবা

হোঁচট খাওয়া সকাল, মনে কেবলই…রবি ঠাকুর।

রবিঠাকুর “তুমি আমাদের লোক” হয়েই থাকো

তুমি আজও সমান প্রাসঙ্গিক জেনে রাখো।

আজ কম্পিউটার A I এর যুগে তোমাকে ভুলিনি,

আজও মোবাইল ফ্রন্ট পেজ থেকে তোমাকে তুলিনি।

ইমারথ যত পরে যাবে একদিন ধ্বংস হবে

                                  বিশ্বে কোটি প্রাণ,

তুমি থাকবে মহা বিশ্বের মাঝে ধ্রুব নক্ষত্রের মতো

                           লয়ে শত শত জয় গান।

Loading