প্রাণের স্পন্দন

কলমে – জয়দীপ রায়চৌধুরী

ঠিকানা: ডিএ-২,সেক্টর-১,সল্টলেক, কলকাতা-৭০০০৬৪.ফোন:9831870238.

 

বাতাসে বারুদের গন্ধ

জমিতে ছড়িয়ে থাকা লাশ

তপ্ত মাটি ,

তবু যুদ্ধই শেষ কথা।

রক্ত অক্ষরে লেখা ইতিহাস

বইয়ের পাতাতে মুখ লুকায়

শিশুরা ,

জীবনে চলার পথের

রুক্ষতায়,

অমাবস্যার অন্ধকার ।

দিকভ্রান্তের মত ছুটে চলি

উন্মুক্ত আকাশের নীচে

প্রাণভরা বাতাস পাব বলে।

যেখানে বারুদের গন্ধ মৃতপ্রায়

প্রাণের সজীব স্পন্দনে।।

Loading