কবিতা – অভাব

কলমে – নবলতা শীল

নিউ ব্যারাকপুর, কলকাতা

 

গির্জার ঘড়িতে রাত বারোটার ঘন্টা বেজে উঠল,

 নিস্তব্ধ রাত অন্ধকার, দূর থেকে শোনা যাচ্ছে কান্না

ওই, বুঝি সমরের ছেলেটা মরল বিনা চিকিৎসায়

খেতে না পাওয়া ছোট বাচ্চাটা

ভুগছিল অসুখে।

গেল শেষ হয়ে নিঃস্পাপ ছোট একটা শিশু

বউটার হয়েছে টিবি ,কোথায় পাবে খাবার ;

ঘরের লোকটা চুরি করে ধরা পড়েছে আবার

কাজটা চলে গেছে অনেকদিন  আগে

মানুষটার,

কত আর, দেবে লোকে তাদের প্রতিদিন খেতে,

কারখানায় কাজ করে ,যা পেত চলে যেত।

একটা ভালো কাজও  খুঁজে পেল না লোকটা ,

কাজ গেলে কী হয়, কেউ বোঝে না কখনও।

কেউ বাঁচবে না ওরা ,না খেয়ে কতদিন থাকবে ?

অনেক অভাবের সংসার ধংস হয়ে যায় এইভাবে।

কে নেবে এদের ভার, কে দাঁড়াবে এদের পাশে,

অভাগাদের দেখে মায়া হয়না, আমাদের বাবুদের।।

Loading