কবিতা-অপেক্ষা
কলমে – কৃষ্ণা দাস
শিলিগুড়ি
কার পথপানে চেয়ে করছো অপেক্ষা? চরণ পড়বে কার
দ্বারে বসে ভাবছো বৃথা তুমি?
নদীর তীরে বাসা বেঁধে,করছো
দিবানিশি অপেক্ষা। শুকনো
নদীর জলের জোয়ারে ভাসাবে তোমার সূখের ভেলা!
কোন শ্রাবণের অঝোর বারিতে,পূর্ণ হবে তোমার শূন্য
কলসীর পাত্র খানা। অচেনা
সুখের মোহে,কান পেতেছোউ
দখিন হাওয়ায়। উদাস দুপুরের,হাহাকার হৃদয়ের,বৃথা
আশা ভালো বাসার। অপেক্ষা
করোনা,হদয় ভেঙে দিয়ে কার
পথপানে চেয়ে,অশ্রুর কালি
দিয়ে,লিখছো ভালোবাসার
ছেলে খেলা….. অপেক্ষা! তুমি কতকাল রইবে দাঁড়িয়ে
ওপারে নদীর তীরে,ভাসাবে
কি ভেলা এপারে যে অপেক্ষা।