কবিতা – অনুভূতির বাহ্যিক বিকাশ

কলমে – পিয়ালী রায় কুন্ডু

বাগুইআটি, স্বাগতম ভিলা, কলকাতা – ৫৯

কবিতার উৎপত্তি কিভাবে?

শুধুই কি শব্দের ছন্দময় বিন্যাস….

না উপলব্ধির বাহ্যিক বিকাশ?

অথবা বিষয়ভিত্তিক শব্দ প্রয়োগের পুঁজি।

কবির আবেগ ছোঁয়া ব্যাকুলতার সংক্ষিপ্ত রূপ,

কিংবা সাহিত্যের আদিমতম শাখা যা শিল্পে আবিষ্ট।

এই সকল আকুলতার  একত্রিত উত্তর কাঙ্ক্ষিত কলরব,

 যা বেদনাবিদ্ধ হৃদয়ের উৎপত্তি।

উপলব্ধির যখন প্রকাশ ঘটে ভূমিষ্ঠ হয় কবিতা।

মনের ভাবনারা যখন অনুভূতির রঙে রঞ্জিত হয়,

ছন্দ ধারণ করে রূপ,

সৃষ্টি অনিবার্য ভাষার।

পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য, গন্ধ, স্পর্শ কবিতার অপরিহার্য অঙ্গ….. তার অলংকার।

কবির আনন্দ, দুঃখ যখন প্রকাশ পায় তখনই জন্ম নেয় কবিতা।

তার মনের সকল অভিব্যক্তি প্রকাশের একমাত্র চাবিকাঠি হলো কবিতা।

           আপনাতে …….

প্রত্যুষে থাকো তুমি, মনের একাগ্রতায়,

কর্ম ব্যস্ততায় তোমার বিহনে মন হারায়।

দ্বিপ্রহরে একাকীত্ব শুধুই কাঁদায়,

হৃদয় আলিঙ্গনে তুমি থাকো হেথায়।

আজ মন জুড়ে শুধুই তোমার দিবস,

কবিতার জন্ম নিয়েই সম্পূর্ণ প্রকাশ।

Loading