কবিতা – নোনা চাঙর

কলমে – কৃষ্ণকলি বেরা

ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ

৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

কষ্ট আর চোখের জল জমতে জমতে

কখন যে মনগভীরে এক হীমশীতল নোনা বরফের চাঙরে পরিণত হয়েছে বুঝতে পারিনি।

এখন তাই আর অশ্রু নির্গত হয়না। আগুনের প্রজ্বলিত শিখার মত দাউ দাউ করে

জ্বলে সব অন্যায়ের প্রতিবাদ ওই বরফের চাঙের ফাঁকফোকরে।

কখনও বুঝতে পারি,

কখনোও বা পারিনা।

কিন্তু নিজের হাতের মুঠোটা শক্ত করে নিয়ে মৃদুস্বরে বলে ওঠে ভেতর থেকে কেউ- “অনেকতো হোলো এবার প্রস্তর কঠিন বর্ম দিয়ে আবৃত করো অন্তরের কোমল স্বত্ত্বা,যাতে কেউ আর হুলবিদ্ধ করতে না পারে।” এগিয়ে চলে নতুন

পানসি নিরুদ্দেশে।

Loading