কবিতা- ম্যাচিং ড্রেসের রাহাজানি

কলমে – ড.নির্মল বর্মন – ডি.লিট

স্যার , সত্যি বলতে কি ভারতবর্ষ ক’দিন চলবে এভাবে ?

কালের জেলের খিচুড়ি পঞ্চাশ থেকে চাকরি না থাকার মতো–

ঘুগনি খাওয়ার কয়েকটি টাকা হবে জন্মভূমির কাছে ?

অসহায় ভারত বর্ষ ,ইঁদুরে  খেয়েছে ধান।

ইতিহাসের কন্ট্রোল রুম, দেশকে কি বলেছিল?

প্লিজ একবার বলুন ,মাইরি কে ক্যারিকেচার করতে জানে,

মহানগরী রেনেসাঁসের ভিতর দিয়ে কোথায় যাচ্ছে?

জন্মভূমি দেড় দুটো কবিতা ছাপিয়ে দেয় পত্রিকায়

কবিকে মনীষী বানিয়ে শান্তিনিকেতনে নিয়ে যায়

সাহিত্যের সেবা করার নামে‌ ম্যাচিং ড্রেসের  রাহাজানি

বসন্ত বিকেলে কলুটোলার ক্লাবে বঙ্গ সংস্কৃতি শুরু

মাতৃভূমি তাই এ্যটমবোমার খবর নিতে চায় —

প্যারাসিটামল খেয়ে চিত হয়ে, পড়ে থাকবে মহাশ্মশানে

মানুষ তাই সাদা রুমালে চশমার কাঁচ মুছতে ভুলবে না

আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজ কে জিতিয়ে দেন প্লিজ!

সম্ভবত দাঁড়াবো রাজস্থানের থর মরুভূমি থেকে—

খবরের কাগজে পেড নিউজ কি প্রকাশিত হবে ?

শিল্পীর শীল্পাকে লেখা প্রেমের চিঠি গুলো

লুকিয়ে পড়ে ফেলা কি অপরাধ?

আদর্শ ভ্রষ্ট হয়ে নখ কাটেন না, চোখের কোণে কালি,

হায়! অসহায় মানুষ দাঁতে মিসি লাগায় না কেন?

 

Loading